ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বীরভূমে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
বীরভূমে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

কলকাতা: বিজেপি এবং পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে লড়াইয়ে আবার উত্তপ্ত হয়ে উঠলো বীরভূম জেলা।

শনিবার (১৫ নভেম্বর) থেকে এই সংঘর্ষের সূচনা হয়।

একাধিক গ্রামে এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

আগ্নেয়াস্ত্র নিয়ে দুই দলের সমর্থকরা একে অপরের বিরুদ্ধে হামলা চালায় বলে অভিযোগ করেছে গ্রামবাসী।

রোববার (১৬ নভেম্বর) সকালে এই ঘটনায় এক বিজেপি সমর্থকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর এসেছে।

সকালে জমিতে ধান কাটছিলেন বিজেপি সমর্থক জামির শেখ। তার বুকে গুলি করে দুস্কৃতকারীরা।

বিজেপি অভিযোগ করেছে, গোটা ঘটনায় পুলিশ শাসক দল তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছে। পুলিশ বলছে, বিজেপি সমর্থকরা এ গুলি চালিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ১৬ নভেম্বর , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।