ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূল সাম্প্রদায়িক সম্প্রীতির একমাত্র পাহারাদার: মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
তৃণমূল সাম্প্রদায়িক সম্প্রীতির একমাত্র পাহারাদার: মমতা

কলকাতা: তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার একমাত্র পাহারাদার বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার (০৬ ডিসেম্বর) কলকাতায় বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।



বিজেপিকে ‘দাঙ্গাবাজ’ আখ্যা দিয়ে মমতা বলেন, পশ্চিমবঙ্গের মাটিতে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত।

তিনি বলেন, যারা পশ্চিমবঙ্গের বুকে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে তারা সফল হবে না। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে তার সরকার বদ্ধপরিকর। বিগত দিনগুলোতে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা যেমন সুরক্ষিত ছিলেন, আগামী দিনেও একই রকম সুরক্ষিত থাকবেন।

এসময় তিনি ২২ বছর আগে ঘটে যাওয়া বাবরি মসজিদ ভাঙার তীব্র নিন্দা জানান।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।