ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার ৭ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১
মমতার ৭ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে কলকাতার দক্ষিণ প্রান্তে যখন আলোচনায় বসেছেন, তখন কলকাতার আরেক প্রান্তে দলীয় প্রার্থীদের সমর্থনে ৭ কিলোমিটার পদযাত্রা করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

 বৃহস্পতিবার বিকাল ৫টায় মমতার পদযাত্রা শুরু হয় মুসলমান প্রধান এলাকা কলকাতার রাজাবাজার থেকে।

বিভিন্ন এলাকা ঘুরে পদযাত্রা শেষ হয় বালিগঞ্জ ফাঁড়িতে।

ব্যাপক উৎসাহ নিয়ে পদযাত্রায় দলীয় নেতা-কর্মীদের পাশপাশি পা মেলান সাধারণ জনতাও।

রাজাবাজার থেকে শুরু হয়ে শিয়ালদহ, মৌলালি, মল্লিক বাজার, পার্ক সার্কাস, শামসুল হুদা রোড পরিক্রমা করে এ পদযাত্রা।

এ পর্বের পদযাত্রায় মমতা জনসংযোগ চালান ৫টি বিধান সভা কেন্দ্রে। এগুলো হচ্ছে-চৌরঙ্গি, বেলেঘাটা, এন্টালি, বালিগঞ্জ ও কসবা।

পদযাত্রায় মমতার সঙ্গে ছিলেন প্রার্থী পরেশ পাল, শিখা মিত্র, স্বর্ণকমল সাহা, সুব্রত মুখার্জি, জাভেদ খানসহ অন্যান্য তৃণমূল নেতারা। এ পদযাত্রায় কোনও মাইক ব্যবহার করা হয়নি।

তবে খালি কণ্ঠেই নেতা-নেত্রীরা এলাকায় এলাকায় তৃণমূল প্রার্থীদের জন্য সাধারণ মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ চান।

এদিনের প্রচার ছিল মূলত মুসলমানদের জন্য।

মমতার জন্য একটি গাড়ির ব্যবস্থা করা হলেও তিনি গাড়িতে না চড়ে পুরো ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটেই প্রচারণা চালান।

এ সময় নেত্রীকে দেখতে সড়কের দু‘পাশে অসংখ্য মানুষ ভিড় করেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।