ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নির্বাচনের অর্থ সংগ্রহ

কলকাতায় মমতার চিত্র প্রর্দশনী শুরু

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১
কলকাতায় মমতার চিত্র প্রর্দশনী শুরু

কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনে লড়াইয়ের অর্থ সংগ্রহের জন্য তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জির আঁকা ছবির প্রর্দশনী শুরু হয়েছে কলকাতায়।

সোমবার বিকেল সাড়ে চারটায় কলকাতার প্রাণকেন্দ্র শেকসপিয়ার সরণীর গ্যালারি ৮৮-এ এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উপস্থিত ছিলেন চিত্রকর শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী, নৃত্যশিল্পী অমলাশঙ্কর প্রমুখ।

তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উদ্যোগে আয়োজিত প্রর্দশনীতে মমতার আঁকা ১১০টি ছবি রয়েছে। সঙ্গে রয়েছে তার আঁকা ছবি নিয়ে পোস্টকার্ড। অ্যাক্রেলিক, চারকোল ও পেন্সিল স্কেচের তিন ধরনের মাধ্যমে ছবিগুলো আঁকা হয়েছে।

ছবিগুলিতে শিল্পী তার রাজনৈতিক বিভিন্ন ঘটনাকে ফুটিয়ে তুলেছেন। রয়েছে জঙ্গলমহল, মা, মাটি, মানুষের মতো বিষয়।

সোমবার উদ্বোধন হলেও মঙ্গলবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রর্দশনী জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।