ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জেএমবি-তৃণমূল কংগ্রেসের সম্পর্ক রয়েছে, দাবি বিজেপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
জেএমবি-তৃণমূল কংগ্রেসের সম্পর্ক রয়েছে, দাবি বিজেপির

কলকাতাঃ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সফরের আগে এমন অভিযোগ করল দলটি।



বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিজেপির পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা সিদ্ধার্থ নাথ সিং সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন। তিনি সরাসরি দাবি করেন জেএমবি এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে ৭৫ কোটি  রুপির লেনদেন হয়েছে।

এই বিস্ফোরক দাবির সঙ্গে সিদ্ধার্থ নাথ সিং আরও বলেন, তৃণমূল নেতা এবং রাজ্যসভার সাংসদ হাসান ইমরানের সঙ্গে জঙ্গি কার্যকলাপে যুক্ত শওকতের যোগাযোগ ছিল।

তিনি হাসান ইমরানের জেএমবির যোগাযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যাখ্যার দাবি করেন।

তিনি বলেন, এই শওকত ২০০৫ সালে বাংলাদেশে বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে ভারতের একটি রাজ্যের রাজনৈতিক নেতাদের যোগাযোগের ঘটনা সামনে আসাতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সম্মানহানি হয়েছে।

তার দাবি বাংলাদেশের মাটিতে পা রাখার আগে মুখ্যমন্ত্রীকে এসব বিষয়ে ওঠা সব প্রশ্নের উত্তর দিতে হবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরের কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ৮ জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।