ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিং ফিরলেন সুভাষ ঘিসিং, লেপচা জনগোষ্ঠির ভোট বয়কট

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১১
দার্জিলিং ফিরলেন সুভাষ ঘিসিং, লেপচা জনগোষ্ঠির ভোট বয়কট

কলকাতা: প্রায় তিন বছর পর দর্জিলিং শহরে নিজের বাড়িতে ফিরলেন গোর্খা হিল কাউন্সিলের সাবেক চেয়ারম্যান সুভাষ ঘিসিং। গোর্খা জনমুক্তি মোর্চার বিরোধিতার কারণে পাহাড়ে যেতে পারছিলেন না তিনি।



শুক্রবার ভোর চারটায় জলপাইগুড়ি শহরের পিনটেল ভিলেজের বাসভবন থেকে কর্মী সমর্থকদের নিয়ে দার্জিলিং শহরের উদ্দেশ্যে রওনা দেন ঘিসিং। সকাল ৭টা ৫৫ মিনিটে তিনি শহরের জাকির হোসেন রোডের নিজস্ব বাসভবনে পৌঁছান।

তাঁর আসার খবর পেয়ে সমর্থকরা বাসভবনের সামনে জড়ো হন।

বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘গোর্খাল্যান্ড নয়, পুনরায় হিল কাউন্সিলকে শুরু করতে হবে। তফসিল ঘোষণা করে পাহাড়ের সমস্যার সমধান করতে হবে। ’

এদিন তিনি আরও বলেন, পাহাড়ের তিনটি বিধানসভা কেন্দ্রে পুনরায় জিএনএলএফ প্রার্থীরাই জিতবেন।

শনিবার থেকেই তিনি প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করবেন।

এদিকে, পাহাড়ে সবচেয়ে আদিম জনগোষ্ঠি লেপচা সমাজ ভোট বয়কটের ডাক দিয়েছে। দার্জিলিং জেলার পাহাড়ে ৩০০টি লেপচা গ্রাম আছে।

ইনডেজেনাস লেপচা ট্রাইবাল অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক নরবু শিরিং লেপচা বলেছেন, রাজ্যে প্রায় ৫০ হাজার লেপচা ভোটার আছেন। এত মানুষ একসঙ্গে ভোট বয়কট করলে রাজ্যের রাজনৈতিক সমীকরণটাই বদলে যেতে পারে। আমাদের কোনো রাজ্যের দাবি নেই। শুধু লেপচা ভাষার স্বীকৃতি দেওয়া হোক।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।