ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূল কংগ্রেসের মঞ্জুল কৃষ্ণ যোগ দিলেন বিজেপিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
তৃণমূল কংগ্রেসের মঞ্জুল কৃষ্ণ যোগ দিলেন বিজেপিতে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর

কলকাতা: পশ্চিমবঙ্গের ক্ষমতাসীনদল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)। উদ্বাস্তু উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর।

তিনি মতুয়া সম্প্রদায়ের নেতা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিজেপি’র কলকাতার দফতরে দলের রাজ্য সভাপতি রাহুল সিনহার উপস্থিতিতে তিনি যোগদান করেন।

এরআগেই তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন বলে জানান।

পশ্চিমবঙ্গের একজন মন্ত্রীর বিজেপিতে যোগদান পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মাত্রা সৃষ্টি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

যদিও এর আগেই বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন অনেক সক্রিয় সমর্থক। তবে সরাসরি কোনো মন্ত্রী বা প্রথম সারির তৃণমূল নেতার বিজেপিতে যোগদান এই প্রথম।

বিজেপি সভাপতি রাহুল সিনহা বাংলানিউজকে জানিয়েছেন, আগামী দিনে আরও বেশ কিছু প্রথম সারির তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগদান করবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।