ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষে গোবিন্দ হালদারকে শ্রদ্ধার্ঘ্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষে গোবিন্দ হালদারকে শ্রদ্ধার্ঘ্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: প্রয়াত গীতিকার গোবিন্দ হালদারকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের উপ হাইকমিশনার জকি আহাদ শববাহী শকটে গোবিন্দ হালদারকে শেষ শ্রদ্ধা জানান।



জকি আহাদ ছাড়াও এসময় উপস্থিত ছিলেন কনসুলার আনোয়ারুল ইসলাম ও প্রথম প্রেস সচিব মোফাক্কারুল ইকবাল।

এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিরোধীদলের নেতা সুজন চক্রবর্তী বামফ্রন্টের পক্ষে থেকে শেষ শ্রদ্ধা জানান।

হাসপাতাল থেকে শববাহী শকটে প্রয়াত গীতিকারের মরদেহ তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। নিমতলা শশ্মানে তার শেষকৃত্য হবে।

বেলা পৌনে ১১টার দিকে কলকাতার মানিকতলার জীতেন্দ্রনাথ রায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান হয় বাংলাদেশপ্রেমী এই মহান গীতিকারের। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।