ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিবিআই তলবের পর প্রথম জনসভায় মুকুল রায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
সিবিআই তলবের পর প্রথম জনসভায় মুকুল রায় মুকুল রায়

কলকাতা: সিবিআই তলবের পর প্রথম জনতার মুখোমুখি হচ্ছেন ভারতের সাবেক রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায়।

রোববার (১৮ জানুয়ারি) উপনির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের বনগাঁয় এক জনসভায় তিনি বক্তব্য রাখবেন।

সারদার আর্থিক প্রতারণা ঘটনায় সিবিআই’র তলবের পর এ প্রথম কোনো প্রকাশ্য জনসভায় হাজির হচ্ছেন তিনি।

দলীয় সূত্রে জানা যায়, দল ও উপনির্বাচনের কাজকর্মের জন্য সিবিআই’র কাছে ১৫ দিন সময় চেয়েছিলেন মুকুল। তবে তাকে সাতদিন সময় মঞ্জুর করে সিবিআই।

এরপরই দিল্লী চলে যান মুকুল। শনিবার (১৭ জানুয়ারি) তিনি দিল্লী থেকে কলকাতায় ফেরেন। আবার জনসভা শেষে রোববারই দিল্লী ফিরে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তবে সিবিআই তলবের পর প্রথম জনসভায় সমর্থকদের কী বার্তা দেন, সেটা দেখার জন্য অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।