ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে মাওবাদীদের নির্বাচন বয়কটের ডাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

কলকাতা: প্রতিবারের মতো এবারও পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন বয়কটের ডাক দিয়েছে ভারতের কমিউনিস্ট পার্টির (মাওবাদী) রাজ্য কমিটি।

সোমবার কলকাতার সংবাদমাধ্যমগুলোতে একটি ভিডিও সিডির মাধ্যমে তারা এ বয়কটের কথা জানায়।



মাওবাদীদের রাজ্য কমিটির নেতা বিকাশ ভিডিও সিডিতে বলেছেন, বিধানসভা নির্বাচন তারা বয়কট করছেন। সেই সঙ্গে রাজ্যবাসীকে নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, এ গণতন্ত্র ধোঁকাবাজির। বহুজাতিকরা এ গণতন্ত্র চালাচ্ছে। তাই রাজ্যের ৫ দফার নির্বাচন তারা বয়কট করছেন।

সেই সঙ্গে জঙ্গলমহলে মাওবাদীদের পক্ষ থেকে সিপিএম ও কংগ্রেসকে কোনও নির্বাচনী প্রচারণা চালাতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।