ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে মমতার শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, জানুয়ারি ২৬, ২০১৫
প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে মমতার শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ৬৬তম প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।



দিবসটি উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দনও জানান তিনি।

এদিকে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্যারেডের আয়োজন করা হয়েছে। এতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী। এ সময় তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।