ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সীমান্ত থেকে জাল রুপি-উট উদ্ধার করলো বিএসএফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
সীমান্ত থেকে জাল রুপি-উট উদ্ধার করলো বিএসএফ ছবি: সংগৃহীত

কলকাতা: পশ্চিমবঙ্গের মালদা জেলার সীমান্ত থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ১০ ল‍াখ জাল রুপি উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিএসএফ-এর ১২৫ নম্বর ব্যাটালিয়নের একটি দল সীমান্ত অঞ্চলে টহল দেওয়ার সময় এই জাল রুপি উদ্ধার করে।

তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

অন্যদিকে সীমান্তলাগোয়া মহুদিপুর অঞ্চল থেকে ৯টি উট করেছে বিএসএফ। এসময় গ্রেফতার করা হয়েছে চারজনকে।

বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া জাল রুপি জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়েছে। উটসহ পাচারকারীদের তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।