ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় নির্মলেন্দু গুণ সংখ্যা করলো ‘কারুভাষ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, ফেব্রুয়ারি ১০, ২০১৫
কলকাতায় নির্মলেন্দু গুণ সংখ্যা করলো ‘কারুভাষ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতা থেকে প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা ‘কারুভাষ’-এর কবি নির্মলেন্দু গুণ সংখ্যা। পত্রিকাটি আয়োজিত কবিতা উৎসবে এর মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত চিত্র পরিচালক তরুণ মজুমদার।



আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইকবাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী শান্তি সিংহ। ছিলেন কবি সুবোধ চক্রবর্তীসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

বাংলাদেশ উপ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইকবাল কবি নির্মলেন্দু গুণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, নির্মলেন্দু গুণ বাংলাদেশের অন্যতম শক্তিশালী কবি। তার কবিতার ভাষার মতোই স্পষ্টভাবে সরাসরি নিজের মত প্রকাশ করেন।

মোফাকখারুল ইকবাল তার আলোচনায় বলেন ‘কারুভাষ’–এর এ ধরনের প্রচেষ্টা দুই বাঙলার সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও দৃঢ় করবে।

তিনি আশা প্রকাশ করেন আগামী দিনে এ ধরনের কাজ আরও বেশি হবে।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাতে পত্রিকার সংখ্যা তুলে দেন পত্রিকার সম্পাদক মানসী কীর্তনিয়া।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।