ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে বাজেটে বাড়েনি রেল ভাড়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
ভারতে বাজেটে বাড়েনি রেল ভাড়া ছবি: সংগৃহীত

কলকাতা: ভারতের রেল বাজেটে রেল ভাড়া বাড়ানো হয়নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) লোকসভায় ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু বাজেট পেশ করেন।



জানা যায়, এ বাজেটে রেল ভাড়া বাড়ানো হয়নি। নতুন রেলের প্রস্তাব না থাকলেও নজর দেওয়া হয়েছে যাত্রী স্বাচ্ছন্দে। রাজধানী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের গতি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাজেটের সমালোচনা করলেও, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মুকুল রায় এ বাজেটকে স্বাগত জানিয়েছেন।

তবে মমতা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য ডেরেক ওব্রায়েন, সৌগত রায় ও সুব্রত মুখোপাধ্যায় ছাড়া রেল বাজেট নিয়ে মন্তব্য দলের মতামত বলে গ্রাহ্য হবে না।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।