ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় দীনেশ চন্দ্র সেন পদক পেলেন সমাজকল্যাণ মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
কলকাতায় দীনেশ চন্দ্র সেন পদক পেলেন সমাজকল্যাণ মন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতায় আচার্য দিনেশ চন্দ্র সেন স্মৃতি স্বর্ণ  পদক পেলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী।

শুক্রবার (১৩ মার্চ) কলকাতা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে দীনেশ চন্দ্র সেন সোসাইটি তাকে এ পদক দেয়।



কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মফককুরুল ইকবাল এবং মইনুল কবীর।

অন্যদের মধ্যে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ধুব্র জ্যোতি  চট্টোপাধ্যায় এবং একই বিশ্ববিদ্যালয়য়ে অধ্যাপক তরুণ মুখোপাধ্যায় প্রমুখ।

প্রতিক্রিয়ায় মহসীন আলী বলেন, কলকাতা হচ্ছে আমার কাছে একটা নস্টালজিয়া। কেননা আমার জন্ম হয়েছিল তিলোত্তমা নগরী কলকাতার ইকবালপুর রোডে। পড়াশোনাও করেছি এই শহরের সেন্ট জেভিয়ার্স স্কুলে।

‘ভারত বাংলাদেশের সু-সম্পর্ক বজায় থাকবে,’—বলেন তিনি।

এর আগে পশ্চিমবঙ্গের লেখিকা মহাশ্বেতা দেবী, বাংলাদেশের ফিরোজা বেগম এবং নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এই পদকে ভূষিত করা হয়েছে।

এছাড়া কলকাতার গগনেন্দ্র সভাঘর-এ আয়োজিত ‘হ্যালো কলকাতা’ সম্মান গ্রহণ করেন সমাজকল্যাণ মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।