ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ক্ষোভের মুখে মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
ক্ষোভের মুখে মমতা

কলকাতাঃ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে মিশনারি ধর্ষণকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জনতার রোষানলে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪৫ মিনিট তাকে ঘেরাও করে রাখেন উত্তেজিত জনতা।



গত শুক্রবার গভীর রাতে রাজ্যের নদীয়া জেলার রানাঘাটের গাঙনাপুরে কনভেন্ট অব জেসাস মেরির এক ৭১ বছর বয়সী নান গণধর্ষণের শিকার হন। ঘটনার দুইদিন পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানাঘাট পরিদর্শন করেন।

৪৮ ঘণ্টাতেও মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পরেন। রাজ্য সরকার সিআইডি’কে তদন্তের নির্দেশ দিলেও এলাকাবাসী সিবিআই তদন্তের দাবি করেন।

অবশেষে বিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হন মুখ্যমন্ত্রী। এদিকে আগামী ৪৮ ঘটনার মধ্যে কেন্দ্রের কাছে এই বিষয়ে রিপোর্ট পাঠাতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) লোকসভায় এই ঘটনার উল্লেখ করে সরকারের বক্তব্য জানতে চাওয়া হয়।

এদিকে কলকাতাতে বিভিন্ন জায়গায় ঘটনার প্রতিবাদে মিছিল হয়েছে।

** বৃদ্ধা নানকে গণধর্ষণ, ঘটনাস্থলে যাচ্ছেন মমতা

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৬ মার্চ , ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।