ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কাণ্ডে অর্পিতা-সুভাপ্রসন্নকে তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
সারদা কাণ্ডে অর্পিতা-সুভাপ্রসন্নকে তলব অর্পিতা ঘোষ ও সুভাপ্রসন্ন

কলকাতা: সারদা কাণ্ডে ফের তলব করা হল পশ্চিমবঙ্গের বিখ্যাত চিত্রশিল্পী সুভাপ্রসন্নকে। সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছে একটি টেলিভিশন চ্যানেল বিক্রির বিষয়ে জিজ্ঞাসাবাদে এ তলব বলে জানা গেছে।



অন্যদিকে সারদা গোষ্ঠী পরিচালিত একটি মিডিয়ার সঙ্গে যুক্ত থাকায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষকেও তলব করা হয়েছে।

এনফোর্সম্যান্ট ডাইরেক্টরেটের (ইডি) তরফে শনিবার (২১ মার্চ) তাদের নোটিশ পাঠানো হয়।

সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছে একটি টেলিভিশন চ্যানেল বিক্রি করেন সুভাপ্রসন্ন। এ বিষয়ে তাকে আগেও জেরা করেছে ইডি। তবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের দেওয়া কিছু তথ্যে অসঙ্গতি রয়েছে বলে জানা গেছে। এ কারণে তাকে ফের তলব বলে জানিয়েছে সূত্র।

তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী এবং তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যকে তলবের ফলে সারদা কাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।