ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আইপিএলের উদ্বোধন ঘিরে কড়া নিরাপত্তা কলকাতায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
আইপিএলের উদ্বোধন ঘিরে কড়া নিরাপত্তা কলকাতায়

কলকাতা: আইপিএল- ২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন। শুধু মাঠের অতিথি ও দর্শকদের নিরাপত্তায় চার হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে।

দুই ঘণ্টার এ উদ্বোধনী অনুষ্ঠান নজরদারিতে থাকছে ড্রোনও।

মঙ্গলবার (৭ এপ্রিল) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইপিএলের উদ্বোধন হবে।

কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, মাঠের ভেতরে-বাইরে নিরাপত্তা সমান জোরদার। ছুড়ে মারা যায় এমন কোন ভারী বস্তু নিয়ে দর্শকদের মাঠে ঢ‍ুকতে দেওয়া হবে না। ‌‌ খেলোয়াড়দের হোটেলেও কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মাঠের বাইরে থাকা সব যানবাহন গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) সংযুক্ত করে রাখা হবে। ‌ এতে দর্শকেরা ফেরার সময় কোনো সমস্যায় পড়লে পুলিশ তাদের অবস্থান জানাতে পারবে।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ঋত্বিক রোশন, সাইফ আলী খান, আনুশকা শর্মার মতো বলিউড তারকার‍া কলকাতায় পৌঁছেছেন। ইতোমধ্যে মহড়ায়ও অংশ নিয়েছেন তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করার কথা রয়েছে সাইফ আলী খানের।

কলকাতার যুগ্ম নগরপাল (সদর) রাজীব মিশ্র বাংলানিউজকে জানান, মাঠের বাইরে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ কাজ করবে। এছাড়া‌ টিকিটের কালোবাজারি বন্ধ করতেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
ভিএস/এসইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।