কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙ্গে দিয়েছেন রাজ্যপাল এম কে নারায়ণন। রোববার সংবিধানের ১৭৪ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাজ্যপাল বিধানসভা ভেঙ্গে দিয়ে প্রজ্ঞাপন জারি করেন।
রাজ্যপালের এ আদেশের মাধ্যমে বুদ্ধদেব ভট্টাচার্যসহ রাজ্যের মন্ত্রী-বিধায়করা সবাই সাবেক হয়ে গেলেন।
২০০৬ সালে নির্বাচনের পর এই বিধানসভা গঠিত হয়। ওই নির্বাচনে ২৩৫ আসনের বামফ্রন্ট পরিষদীয় দলনেতা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এছাড়া ৩৫ আসন নিয়ে প্রধান বিরোধী দলনেতা ছিলেন তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়।
এদিকে মুখ্যমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে রাজ্যপালের দপ্তর।
ডালহৌসি এলাকায় অবস্থিত রাজভবনে এ শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।
মমতা ব্যানার্জি অবশ্য কিছুদিন আগে বলেছিলেন, ‘ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসম্মুখে হবে নতুন সরকারের শপথ। ’ যদিও তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করার পর মমতা আর সেকথা বলেননি।
মমতার বক্তব্য অনুযায়ী তা হলে রাজ্যের ইতিহাসে তা একটি নজির হয়ে থাকতো।
মমতা ব্যানার্জি রোববার দলের বিধায়কদের বলেন, ‘রাজভবনেই শপথ নেবো আমরা। ’
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ১৫, ২০১১