ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হাইকমান্ড চাইলে তৃণমূলের সঙ্গে মন্ত্রিসভায় যাবে কংগ্রেস: প্রণব

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মে ১৫, ২০১১
হাইকমান্ড চাইলে তৃণমূলের সঙ্গে মন্ত্রিসভায় যাবে কংগ্রেস: প্রণব

কলকাতা: রাজ্যে কংগ্রেস ও তৃণমূল জোটের বিপুল বিজয়ের পর নতুন মন্ত্রিসভায় কংগ্রেস অংশ নেবে কিনা তা ঠিক করার ভার দলের হাইকমান্ডের ওপর দিলেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

রোববার কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধানভবনে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন প্রণব মুখার্জি।

এই বৈঠকে ছিলেন দলের হাইকমান্ড থেকে পশ্চিমবঙ্গের দায়িত্ব প্রাপ্ত নেতা শাকিল আহমেদ ও রাজ্য কংগ্রেস সভাপতি মানস ভূঁইয়া।

পরে বিধানভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে প্রণব বলেন, ‘আমরা এই বিজয়কে স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে রাজ্যপাল এম কে নারায়ণনকে জানিয়ে দেওয়া হয়েছে- আমরা মন্ত্রিসভা গঠনের জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন জোটকে সমর্থন জানাচ্ছি। ’

তিনি আরও বলেন, ‘মমতা আমাদের মন্ত্রিসভায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। আমরা মন্ত্রিসভায় যাব কিনা, কতজন আমাদের তরফে মন্ত্রী হবেন ও কি কি দপ্তর চাওয়া হবে তা ঠিক করবে হাইকমান্ড। ’

কংগ্রেস সুত্রে জানা গেছে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা জন্য সন্ধ্যায় বিমানে প্রণব মুখার্জির নয়াদিল্লি যাওয়ার কথা।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মে ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।