ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গেদে রেলস্টেশনে আট কেজি রুপাসহ বৃদ্ধা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
গেদে রেলস্টেশনে আট কেজি রুপাসহ বৃদ্ধা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সীমান্তবর্তী গেদে রেলস্টেশন থেকে সাড়ে আট কেজি রুপাসহ আনুমানিক ৬৪ বছর বয়সী এক বৃদ্ধা আটক হয়েছেন।

আটক বৃদ্ধা নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার মাচাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।



রোববার (০৫ জুলাই) খবর পেয়ে গেদে রেলস্টেশনে অভিযান চালিয়ে ওই বৃদ্ধাকে আটক করে বিএসএফ।

বিএসএফ সূত্রে জানা যায়, সম্প্রতি নদীয়ার সীমান্ত এলাকায় রুপা পাচার বেড়ে গেছে। এই এলাকায় মহিলারাও পাচারের কাজে জড়িয়ে যাচ্ছেন বলে জানা যায়।

চলতি বছরে সীমান্ত এলাকা থেকে ১১৩ কেজির বেশি রুপা উদ্ধার করা হয়েছে বলে সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
ভিএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।