কলকাতা: ভারতে সোনার দামের পর বুধবার (১২ আগস্ট) সবচেয়ে নিচে নেমেছে রুপির দাম। এক ডলারের বিপরীতে ভারতীয় রুপি দাম এখন ৬৪.৪৪।
রুপির দাম রেকর্ড মাত্রায় পড়ে যাওয়ায় ভারতের শেয়ার বাজারেও প্রভাব পড়তে শুরু করেছে।
দেশটির অর্থনীতিবিদরা বলছেন, একদিকে আমেরিকা ও ইউরোপের মুদ্রাবাজারে অস্থিরতা, অন্যদিকে চীনের অর্থনীতির ধসের কারণে রুপির মূল্যের এ পতন হয়েছে।
রুপির দাম ডলারের বিপরীতে আরও কিছুটা পড়তে পারে বলেও ধারণা করছেন তারা।
এদিকে, প্রতি ইউরোর বিপরীতে ভারতে রুপির দাম ৭২.১১ ও ব্রিটেনের পাউন্ডের দাম ১০১. ৩৯ রুপি। জাপানি ইয়েনের তুলনায়ও রুপির দাম পড়েছে। এতে প্রভাব পড়বে আমদানি-রফতানি বাণিজ্যেও।
বিশেষজ্ঞদের ধারণা- এ পরিস্থিতিতে শেয়ার বাজারের সঙ্গে ব্যাংকিং খাত, মধ্যবিত্তের কেনাকাটা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে ব্যাপক প্রভাব পড়বে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
ভিএস/টিআই/এএ