ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শোক দিবসে কলকাতায় জাতীয় পতাকা অর্ধনমিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
শোক দিবসে কলকাতায় জাতীয় পতাকা অর্ধনমিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: জাতীয় শোক দিবসে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপ হাইকমিশন দফতরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।



সকালে কলকাতায় নিযুক্ত উপ হাইকমিশনার জকি আহাদ শোক দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উপস্থিত হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাও শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বার্তা পাঠ করেন এইচ ও সি আনোয়ারুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর বার্তা পাঠ করেন প্রথম সচিব (স্পোর্টস অ্যান্ড এডুকেশন) ওমর ফারুক। এরপর পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বার্তা পাঠ করেন কনসুলার (ভিসা) মনসুর আহমেদ ও প্রেস সচিব মোফাক্কুরুল ইকবাল।

এছাড়াও কলকাতার ‘বেকার হোস্টেল’- এ বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ম‍ূর্তিতে মাল্যদান করা হয়। এ সময় উপ হাইকমিশনের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ বিমান এবং সোনালী ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।