ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মিনায় নিহতদের ৭৪ জন ভারতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
মিনায় নিহতদের ৭৪ জন ভারতীয় সুষমা স্বরাজ

কলকাতা: সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠানের সময় মিনার পদদলিতের ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত ভারতীয়ের সংখ্যা। দু’দিন আগে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছিলেন, নিহতদের মধ্যে ৫৮ জন ভারতীয়, আর নিখোঁজ ৭৮।

আর দু’দিন পর জানালেন মৃতের সংখ্যা বেড়ে ৭৪ জনে গিয়ে দাঁড়িয়েছে।

সৌদি প্রশাসনের প্রকাশ করা নতুন তালিকার বরাত দিয়ে মঙ্গলবার (০৬ অক্টোবর) তিনি এ তথ্য জানান। গত ২৪ সেপ্টেম্বরের দুর্ঘটনায় নিখোঁজ ভারতীয়দের ব্যাপারে সরকারের সবরকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও এসময় পররাষ্ট্রমন্ত্রী জানান।

তিনি বলেন, পররাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং বর্তমানে মিনায় অবস্থান করছেন। তিনি সেখানে থাকা ভারতীয়দের পুরো বিষয়ের দেখভাল করছেন।

এদিকে, নিখোঁজ হাজিদের পরিবারে এখনও কাটছে বিনিদ্র রাত। ভারত সরকারের পক্ষ থেকে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সরকার আগেই ঘোষণা করেছে, আহত ও নিহতদের ক্ষতিপূরণে সব ব্যবস্থাই করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ৬ অক্টোবর, ২০১৫
ভিএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।