কলকাতা: অভিনেতা ও পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য তাপস পালকে জেরা করতে ডেকে পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চিট ফান্ড আর্থিক কেলেঙ্কারি কাণ্ডে তাকে তলব করা হয়েছে বলে জানা যায়।
বুধবার (৭ অক্টোবর) সকালে কলকাতার সিবিআই দপ্তরে হাজির হয়েছেন তাপস পাল। এর আগে একাধিকার চিট ফান্ড কাণ্ডে তাকে জেরা করেছে গোয়েন্দারা।
চিট ফান্ডের কাণ্ডে প্রায় ১৯ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছেন। বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত আত্মহত্যাও করেছেন। পশ্চিমবঙ্গের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এ কেলেঙ্কারিতে কারাবন্দি।
সিবিআই তদন্ত কিছুটা ধীর গতিতে হচ্ছে বলে অভিযোগ ছিলো বিরোধীদের। তবে তাপস পালকে তলবের ঘটনায় মনে করা হচ্ছে প্রভাবশালীদের দিকে আবারো নজর ফোরাচ্ছে সিবিআই।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
ভিএস/এএ