ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সংস্কারের পর বসানো হয়নি মুজিব সরণির ফলক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
সংস্কারের পর বসানো হয়নি মুজিব সরণির ফলক ছবি: সংগৃহীত

কলকাতা: সম্প্রতি কলকাতায় শেখ মুজিব সরণির রাস্তার সংস্কার কাজ করা হয়েছে। কাজের সময় সাময়িক উঠিয়ে রাখা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত ফলকটি।

কিন্তু কাজ শেষ হলেও এটি আর বসানো হয়নি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুজিব সরণির রাস্তার একপাশে ফলকটি পড়ে থাকতে দেখা যায়। এর অদূরেই কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের দপ্তর।

বিষয়টি বাংলানিউজের নজরে এলে জানানো হয় বাংলাদেশ উপ হাইকমিশনার জকি আহাদকে। পরে পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন উপ হাইকমিশনার।

পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ও কলকাতার মেয়র যত দ্রুত সম্ভব ফলকটি আগের জায়গায় বসানো হবে বলে তাকে আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।