ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশি ইলিশে সয়লাব কলকাতার বাজার

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, জুন ৭, ২০১১
বাংলাদেশি ইলিশে সয়লাব কলকাতার বাজার

কলকাতা: ঢাকার বাজারে ইলিশের দেখা সচরাচর না মিললেও বাংলাদেশি ইলিশে সয়লাব কলকাতার বাজার ।

মঙ্গলবার পশ্চিম বাংলায় পালন করা হয় জামাই ষষ্ঠী।

সে উপলক্ষে প্রতিবছর বাংলাদেশে থেকে সরকারিভাবে ইলিশ আসা শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বিগত দু’বছর বাংলাদেশের ইলিশ পরিমাণে কম এলেও এবার বিপুল পরিমাণে ইলিশ বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে আসা শুরু করেছে।

পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশ আমদানিকারকদের সংস্থা ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশানের সভাপতি অতুল চন্দ্র দাস কলকাতায় বাংলানিউজকে বলেন, ‘ রোববার সকাল থেকেই চাঁদপুর থেকে ইলিশ আসা শুরু হয়েছে। ’

তার দাবি, ‘বিগত ২৫ বছরেও এত ইলিশ বাংলাদেশ থেকে আসেনি। ’

তিনি আরও বলেন, ‘ এর মধ্যেই ১৫টি ট্রাকে ৬৭ হাজার ৫০০ কেজির প্রথম চালানে এসেছে। ’

কলকাতার শিয়ালদহে মাছের পাইকারি বাজারে বাংলাদেশের ইলিশ প্রতি কেজির দাম পড়ছে ৩৫০ রুপি।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, জুন ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।