ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চালসা থেকে ফুয়েনতসলিংয়ের পথে: ১০০ কিলোমিটার রাস্তা পেরুতে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) র‌্যালির সময় লেগে গেলো পাঁচ ঘণ্টারও বেশি। তবে যাত্রাপথের সৌন্দর্য ছিলো চোখ ধাঁধানো।

পাথুরে নদী, ঝরনা পাহাড়ের বাঁকে বাঁকে। ফাঁকে ফাঁকে খেলনার মতো ঝুলে থাকা রঙিন সব ঘর বাড়ি।

কালিম্পংয়ের পথে কয়েকশো ফুট উপরে উঠতেই কাঞ্চনজঙ্ঘার কাঞ্চন রং চোখে পড়ে। বরফের উপর সূর্যের আলো পড়াতেই বেশ দাম্ভিক দেখাচ্ছিলো তাকে।
কালিম্পং শহরের বাড়িগুলো বেশ রঙিন। শহরের মানুষের জীবনমান ভালো মনে হলেও শহরটা নোংরা। রাস্তার ওপরই ঘর। দরজা খুললেই রাস্তা। রাস্তার ওপর কাপড় ধুচ্ছে গৃহিণীরা। উচ্চ ভবনের কথা ভাবা যায় না এখানে।

পাহাড়ের কোলঘেঁষে চারতলা পর্যন্ত বাড়ি আছে। মজার বিষয় হচ্ছে, এসব ভবনের ছাদ দিয়ে প্রবেশ করতে হয়। সুতরাং নিচ থেকে যে চার তলায় থাকে, সে এখানে প্রথম তলার বাসিন্দা।

কালিম্পং পার হলেই শুরু শুধুই পাহাড়। ঢাল বেয়ে বেয়ে উঠে গেছে পাহাড়ে।

এভাবে চলতে থাকে কয়েক ঘণ্টা। গাড়ির গতি পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টায়। জনমানুষের সংখ্যা কম। প্রায় আধাঘণ্টার পথ পেরুলে হয়তো একজন বা কিছু মানুষের দেখা মেলে।

অনেকগুলো পাহাড় পেরুলে আর সূর্যের দেখা নেই। দূরে পাহাড়ের কোণে সূর্যের আলো। তবে মেঘ কিন্তু গাড়ির জানালা দিয়ে এপাশ ওপাশ করে।

একটু দূরেই পাহাড়ের নিচের মেঘের ভেলা। তারও উচ্চে দূরের পাহাড়। অভিজ্ঞ রাইডার এজি উমাসথেসান জানালেন আমরা ভূপৃষ্ঠ থেকে ৫ হাজার ২০০ ফুট উপরে রয়েছি।

লাভা শহরে এসে বাড়িগুলোও পাহাড়ের গাঁ বেয়ে ওঠা। এখানে কিছু জনপদের দেখা মেলে। কয়েকটা ঘরের বারান্দাই দোকানপাট।

এরপর চালসা। শুধুই মেঘ আর পাহাড়। এখানেও কিন্তু স্মার্ট স্কুল ফেরত বাচ্চাদের চোখে পড়ে। অন্তত রাস্তায় কোনো শিশুকে চোখে পড়লো না দোকানে বা অন্য কোথাও কাজ করছে।

এরপর ধীরে ধীরে চা বাগানের দেখা মেলে। তারও দূরে পাথুরে নদী। পাহাড় থেকে নেমে আসেন রাইডাররা। নদী পার হলেই গোরবাথানাত। দোকানগুলোতে বাংলায় লেখা জলপাইগুড়ি জেলা। আবারো বাংলায় প্রবেশ করলো র‌্যালি।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এমএন/এএ

** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।