ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চুজুম নদীর স্রোতে

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
চুজুম নদীর স্রোতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুজুম থেকে থিম্পুর পথে: ফুয়েন্টসোলিং থেকে চুজুম জেলায় প্রবেশ করছে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী র‌্যালি। চুজুমের কাস্টমসে থামা হলো কিছুক্ষণ।



এখানকার পুলিশ কর্মকর্তা প্রেমা বাংলানিউজকে জানান, সামনে ৩১ কিলোমিটার পেরোলে ভুটানের রাজধানী থিম্পু। হাতের ডানে যে ব্রিজ চলে গেছে, সেটা গেছে পারো এয়ারপোর্টে। আরেকটা রাস্তা চলে গেছে ‘হা’ জেলায়।

পাহাড়ের উপত্যকায় সাপের মতো বয়ে যাওয়া নদীটির নামও চুজুম। পাথুরে নদীর পানি স্বচ্ছ। ঝিরঝির শব্দে বয়ে যাচ্ছে স্রোত। আছড়ে পড়ছে পাথরের গায়ে।

ফসল না থাকায় পাহাড় এখন সবুজ নয়। এই পাহাড়ের গায়ের বাড়িগুলো অস্থায়ী। শীতকালে এর বাসিন্দারা পাহাড়ের নিচে নেমে এসে বাড়ি নির্মাণ করে। আর গরমকালে ওপরে চলে যান।

নদীর পাড় ধরে গড়ে উঠেছে জীবনধারা। এই নদী বয়ে গেছে থিম্পু থেকে ফুয়েন্টসোলিং পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এমএন/এমজেএফ/

** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।