ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা

আগরতলা বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, জানুয়ারি ৪, ২০১৬
আগরতলা বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি

আগরতলা: ভারতের পাঞ্জাবের উত্তরাঞ্চলে পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় দেশের অন্য বিমানবন্দরের পর আগরতলা বিমানবন্দরেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

দিল্লির ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন থেকে আগরতলা বিমানবন্দরে রেড অ্যালার্টের নির্দেশ পাঠানো হয়।



রেড অ্যালার্টের ফলে বিমানবন্দরের ভেতরে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরের সামনের দর্শনার্থীদের টিকিট কাউন্টার।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক ৭ দিনের জন্য দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করছে এই সময়সীমা বৃদ্ধির বিষয়টি।

দর্শনার্থীদের প্রবেশ বন্ধের পাশাপাশি যাত্রীদের তল্লাশিও জোরদার করেছে নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স(সিআইএসএফ)।

এছাড়া বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

এর আগে রোববার (০৩ জানুয়ারি) গয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।