ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় চশমা বানর...

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
ত্রিপুরায় চশমা বানর...

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলায় বিরল প্রজাতির চশমা বানরের দেখা মিলেছে।

বুধবার (১৩ জানুয়ারি) ঊনকোটি জেলায় কৈলা শহরের চন্ডিপুর গ্রামে তিনটি চশমা বানর দেখতে পায় গ্রামবাসী।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। অনেকেই চশমা বানর দেখতে ভিড় করেন।

খবর পেয়ে স্থানীয় বন দপ্তরের কর্মীরাও আসেন চন্ডিপুর গ্রামে। এ সময় তারা গ্রামবাসীকে বানরদের বিরক্ত না করতে পরামর্শ দেন।

এদিকে, সাধারণ মানুষের আশঙ্কা এভাবে বানর লোকালয়ে থাকলে তাদের ক্ষেতের সবজি খেয়ে নষ্ট করতে পারে।

এছাড়া চোরাকারবারীরা বানরগুলো ধরে পাচার করে দিতে পারে বলেও ভয় তাদের।

ত্রিপুরা, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও বাংলাদেশের কিছু কিছু জঙ্গলে এই চশমা বানরের দেখা মেলে। কিন্তু তাদের সংখ্যা এখন খুবই নগণ্য।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।