ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুরের জমি দখল নিল রাজ্য সরকার, আদালতে যাচ্ছে টাটা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুন ২২, ২০১১

কলকাতা: প্রত্যাশামতোই পশ্চিমবঙ্গে রাজ্য সরকার সিঙ্গুর বিলের ক্ষমতা বলে মঙ্গলবার রাদে হুগলী জেলায় টাটা প্রকল্পের জমির দখল নিয়েছে।

সেইসঙ্গে প্রকল্পের প্রধান প্রবেশপথে লাগিয়ে দেওয়া হয়েছে জমি খাস ঘোষণার সরকারি নোটিস।

তবে এর প্রতিবাদে বুধবার আদালতে যাচ্ছে টাটা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র বাংলানিউজকে জানায়, মঙ্গলবার মাঝরাতে প্রকল্প এলাকার ৯৯৭ দশমিক ১১ একর জমির দখল নেয় সরকারি কর্মকর্তারা।

টাটার নিরপত্তা রক্ষীদের সরিয়ে দিয়ে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।

এর আগে মঙ্গলবার দুপুরে সিঙ্গুরের ভূমি ও রাজস্ব আধিকারিক প্রবাল বাগাল কারখানার প্রধান প্রবেশপথের সামনে এসে নোটিসের বিষয়টি মাইকে প্রচার করেন। তারপর সন্ধ্যায় টাঙানো হয় নোটিস।

এতে স্বাক্ষী হিসেবে সই করেন সিঙ্গুর কৃষিজমি রক্ষা কমিটির নেতা মহাদেব দাসসহ ১০ জন কৃষক।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে টাটা কর্তৃপক্ষ আদালতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

টাটার একটি সূত্র জানিয়েছে, বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমিত্র পালের এজলাসে তারা মামলা দায়ের করতে পারেন।

সূত্র আরও জানিয়েছে, টাটারা অবশ্য রাজ্যের মুখ্য সচিব, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি, রাজ্য পুলিশের ডিজি এবং শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরকে চিঠি পাঠিয়ে বলেছে, সিঙ্গুরের জমি থেকে তাদের উৎখাত করা হতে পারে।

এমন আশঙ্কার কথা মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তারা জানিয়েছে বলেও সূত্র জানিয়েছে।

জমি দখল হতে পারেÑ এ আশঙ্কায় টাটার পক্ষ থেকেও একটি আগাম নোটিস প্রধান প্রবেশপথে লাগানো হয়েছিল।

ওই নোটিসে বলা হয়েছিল, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ যেন প্রকল্প এলাকায় প্রবেশ না করেন।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।