ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ ত্রিপুরার চা শ্রমিকদের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
পশ্চিমবঙ্গের শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ ত্রিপুরার চা শ্রমিকদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জীবন জীবিকা রক্ষার দাবিতে রাস্তায় নামলেন ত্রিপুরা রাজ্যের চা শ্রমিকরা।

সম্প্রতি পশ্চিমবঙ্গের একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, ফলে কাজ হারাচ্ছেন শ্রমিকরা।

অর্ধাহার, অনাহার সহ রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শতাধিক চা শ্রমিক। এই অবস্থায় পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদ জানিয়ে এবার প্রতিবাদে সামিল হলো সর্ব ভারতীয় শ্রমিক সংগঠন সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন।

ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের সাহায্যের দাবিতে সোমবার (২৫শে জানুয়ারি) বিকেলে আগরতলায় এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মিছিলটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। মিছিল থেকে পশ্চিমবঙ্গের বন্ধ চা বাগানগুলোকে আবার চালু করার দাবি জানানো হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরার সংসদ সদস্য তথা সিআইটিইউ নেতা সংকর প্রাসাদ দত্ত।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।