ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যার ঘটনায় সরব কংগ্রেস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ভারতে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যার ঘটনায় সরব কংগ্রেস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ছাত্র রোহিত ভামুলার আত্মহত্যার ঘটনায় এবার সরব হলো ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস।

এ ঘটনার দায়ে দেশটির মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির পদত্যাগের দাবিতে সোমবার (২৫ জানুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কংগ্রেস।

এ আন্দোলনের অংশ হিসেবে ত্রিপুরার রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল ও স্মৃতি ইরানির কুশপুতুল দাহ করেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।

সন্ধ্যায় আগরতলার পোস্ট অফিস চৌমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সূর্য চৌমুহনী এলাকায় গিয়ে মন্ত্রী স্মৃতি ইরানির কুশপুতুল দাহ করা হয়।

মিছিল শুরুর আগে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরী বিশ্ববিদ্যালয় ছাত্র রোহিত ভামুলার আত্মহত্যার ঘটনায় কেন্দ্রীয় সরকারের নীতিকে দায়ী করেন ও সরকারের প্রতি ধিক্কার জানান।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।