ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ফের বার্ড ফ্লুর প্রাদুর্ভাব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
ত্রিপুরায় ফের বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরায় আবার বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দু’দিনে একাধিক মুরগি খামারের কয়েকশ মুরগি মারা গেছে এ ভাইরাসে।



ত্রিপুরার পশ্চিম জেলার গান্ধীগ্রামের পর এবার এ জেলারই লঙ্কামুড়া এলাকায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিলো।

বুধবার (৩ ফেব্রুয়ারি) প্রথম একসঙ্গে অনেকগুলো মুরগির মৃত্যু হয় বলে জানান লঙ্কামুড়া এলাকার এক বেসরকারি খামারের মালিক। পরে ওষুধ খাওয়ানোর পর শুক্রবারও (৫ ফেব্রুয়ারি) কিছু মুরগি মারা যায়।

একইভাবে এলাকার অন্য মুরগি খামারেও মড়ক অব্যাহত রয়েছে। পাশাপাশি এলাকার গৃহপালিত হাঁসও মরছে। খামারিদের ধারণা বার্ড ফ্লুর কারণে এ মৃত্যু।

বিষয়টি স্থানীয় প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অফিসে জানানোর পরও সঠিক কোনো পরামর্শ পাওয়া যাচ্ছে না বলে এলাকার খামারিদের অভিযোগ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।