ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নীরমহল প্রাসাদ ঘুরে দেখলেন ত্রিপুরার রাজ্যপাল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
নীরমহল প্রাসাদ ঘুরে দেখলেন ত্রিপুরার রাজ্যপাল

আগরতলা: উত্তর-পূর্ব ভারতের জলমহল-নীরমহল প্রাসাদ ও রুদ্রসাগর লেক ঘুরে দেখেছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।

রোববার (০৭ ফেব্রুয়ারি) ত্রিপুরার সিপাহীজলা জেলার মেলাঘর এলাকায় অবস্থিত নীরমহল প্রাসাদ সপরিবারে ঘুরে দেখেন তিনি।



রাজ্যপাল প্রথমে রুদ্রসাগর লেকের পার্শ্ববর্তী সাগর মহলে পৌঁছলে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক দিলীপ চাকমা তাকে স্বাগত জানান। পরে তারা নৌকায় করে নীরমহল ঘুরে দেখেন।

নীরমহল প্রাসাদ দেখে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তথাগত রায় জানান তিনি অভিভূত।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।