কলকাতা: সিঙ্গুরের টাটাদের প্রকল্পের জমি পশ্চিমবঙ্গ সরকার আইন করে নিজের হাতে নেওয়ার পরে রোববার স্থানীয় বিডিও অফিসে আবেদনপত্র বিলি শুরু হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, আবেদন পত্রে অনিচ্ছুক কৃষকরা তাদের জমি ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
শনিবার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিডিও অফিসে বৈঠক করে এ আবেদন পত্র বিলির ঘোষণা দেন।
সিঙ্গুরে প্রকল্পের জমিকে ১৫ টি মৌজায় ভাগ করা হয়েছে। এর জন্য চুঁচুড়া বিডিও অফিসে ১৫টি টেবিল বসানো হয়েছে।
অনিচ্ছুক কৃষকদের এদিন সকাল থেকে আবেদন পত্র দেওয়ার কাজ শুরু হয়। চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
দু’ধরনের বিভাগ করা হয়েছে। ‘এ’ বিভাগে আছে যেসব জমির দলিল সংক্রান্ত কোনও সমস্যা নেই। আর ‘বি’ বিভাগে যাদের জমি নিয়ে শরিকি সমস্যা রয়েছে।
এদিন অনিচ্ছুক কৃষকরা তাদের নথিপত্র দেখিয়ে আবেদনপত্র নিয়ে যান।
বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, জুন ২৬, ২০১১