ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

টাটাকে ঠেকাতে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, জুন ২৮, ২০১১
টাটাকে ঠেকাতে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা: সিঙ্গুরের জমির মামলায় টাটার এক তরফা আবেদন ঠেকাতে আগাম সুপ্রিম কোর্টে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

এর আগে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমিত্র পালের এজলাসে সিঙ্গুরের জমি ফেরতের ওপর টাটাদের অর্ন্তবর্তী স্থগিতাদেশ আবেদন খারিজ হয়ে যায়।



এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চও এই বিষয়ে দাখিল করা টাটা মোটরসের মৌখিক আবেদনও খারিজ করে দেয়।
 
বিষয়টি নিয়ে টাটা শেষ পর্যন্ত সুপ্রিমকোর্টে আবেদন করতে পারে এমন খবর পাওয়া গেছে। সেক্ষেত্রে টাটা যাতে একতরফা ভাবে স্থগিতাদেশের আবেদন করতে না পারে সে উদ্দেশ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সোমবারই  দ্রুত সুপ্রিমকোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়।

এই ক্যাভিয়েটের ফলে মামলায় রাজ্য সরকারকে পার্টি করতে হবে। একতরফা ভাবে সুপ্রিম কোর্ট এখন টাটা মোটরসের পক্ষে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, জুন ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।