কলকাতা: ২০১২ সালের কলকাতা আন্তর্জাতিক বই মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার দুপুর মহাকরণে গিয়ে বইমেলার আয়োজক পাবলির্শাস অব বুক সের্লাস গিল্ডের শীর্ষকর্তারা মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
গিল্ড সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই বছরের বইমেলার কর্মসূচি তুলে ধরেন। মুখ্যমন্ত্রীকে বইমেলার প্রধান অতিথির পদ গ্রহণের পাশাপাশি এর মুখ্য উপদেষ্টা হওয়ারও আরজি জানান তারা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে ত্রিদিব চট্টোপাধ্যায় মহাকরণে সাংবাদিকেদের বলেন, ‘এবার বইমেলা ২০১২ সালের ২৫ জানুয়ারি থেকে শুরু হবে, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২৪ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায়। ’
ইতালির পুরো ভূখণ্ডের একত্রীকরণের সার্ধশতবর্ষে উপলক্ষে এবারের বইমেলার থিম কান্ট্রি করা হয়েছে ইতালিকে।
ভারতীয় সময়: ১৭৫২ ঘণ্টা, জুন ২৮, ২০১১