কলকাতা: পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নাম পরিবর্তন করে ‘তাম্রলিপ্ত’ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠাচ্ছে রাজ্য সরকার।
বুধবার মহাকরণে রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র বাংলানিউজকে বলেন, ‘এই জেলার নাম পরির্বতনের দাবি অনেকদিনের।
এদিন তিনি আরও বলেন, ‘এখানে এক সময় ছিল প্রাচীন তাম্রলিপ্ত বন্দর। পর্যটক হিউয়েন সাঙ এই বন্দরে এসেছিলেন। তাম্রলিপ্তের সঙ্গে মেদিনীপুরের দীর্ঘদিনের ইতিহাস জড়িয়ে রয়েছে। তাই এই পরিবর্তনের প্রস্তাব। ’
মহাকরণ সূত্রে জানা গেছে, প্রস্তাবটি এরইমধ্যে মুখ্যসচিব সমর ঘোষের কাছে রয়েছে। মুখ্যসচিব প্রস্তাবটিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে দেবেন। তিনি অনুমোদন দিলে তা পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুন ২৯, ২০১১