ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের পরবর্তী রেলমন্ত্রী হতে চলেছেন তৃণমুলের দীনেশ ত্রিবেদী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুন ২৯, ২০১১

কলকাতা: বর্তমানে ভারতের স্বাস্থমন্ত্রকের প্রতিমন্ত্রী তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী পরবর্তী রেলমন্ত্রী হতে চলেছেন। আগামী ২ জুলাই তিনি শপথ নেবেন এমনটাই জানা গেছে।



নয়াদিল্লি সূত্র থেকে জানা গেছে, দিনেশ ত্রিবেদীর পরিবর্তে ওই মন্ত্রকের প্রতিমন্ত্রী হতে চলেছেন মুকুল রায়। বর্তমানে তিনি জাহাজ ও রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী।

রাজনৈতিক মহল মনে করছিল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর তার পরিবর্তে রেলমন্ত্রী হতে চলেছেন মুকুল রায়। কারণ রেলের রাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করছেন মুকুল রায়।

সেই সঙ্গে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দোপাধ্যায়ও এবার প্রতিমন্ত্রী হতে চলেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ২৯. ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।