ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২৮৮ টাকার ফোনের অগ্রিম ফিরিয়ে দিচ্ছে কোম্পানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
২৮৮ টাকার ফোনের অগ্রিম ফিরিয়ে দিচ্ছে কোম্পানি

কলকাতা: ভারতে চমক জাগানো ২৮৮ টাকার (২৫১ রুপি) স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিঙ্গিং বেল অগ্রিম নেওয়া অর্থ ফিরিয়ে দিচ্ছে বলে জানা গেছে।

২৮৮ টাকায় স্মার্টফোন দেওয়ার ঘোষণার পর বিপুল সংখ্যক আবেদন জমা পরে।



এসব আবেদনের মধ্যে বেশ কিছু আবেদনকারী অগ্রিম অর্থ জমা দিয়েছিলেন। এরপর প্রতিষ্ঠানের দফতরে অভিযান চালায় ভারতের একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এরপরই প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়, কোনো অগ্রিম অর্থ তারা নেবে না।

প্রতিষ্ঠানের তরফে আরও জানান হয়,  প্রথম দিন যে ত্রিশ হাজার গ্রাহক অগ্রিম অর্থ দিয়ে ফোনটি কেনার আবেদন করেছিলেন, তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে ফোন দেওয়ার পর অর্থ নেওয়া হবে বলেও জানায় রিঙ্গিং বেল।

প্রতিষ্ঠানটির দাবি, মোট সাত কোটি ফোনের রেজিস্ট্রেশন করেছেন গ্রাহকরা।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।