ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গলমহলের আদিবাসীদের জমির পাট্টা দেবেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুলাই ১, ২০১১
জঙ্গলমহলের আদিবাসীদের জমির পাট্টা দেবেন মমতা

কলকাতা: জঙ্গলমহলে গিয়ে সেখানকার আদিবাসীদের হাতে জমির পাট্টা তুলে দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

রাজ্যের তথ্য ও সাংস্কৃতিক দপ্তর আয়োজিত কলকাতার সিদো-কানু ডাহরে ঐতিহাসিক হুল উৎসবের অনুষ্টান মঞ্চে তিনি একথা বলেন।



হুল উৎসব নিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, বিট্রিশ বিরোধী সাঁওতাল আন্দোলনের পরবর্তী পর্বে হুল বিদ্রোহের যথেষ্ট তাৎপর্য ছিল। জোটবদ্ধ হয়ে একসঙ্গে আন্দোলন করার পথ দেখিয়ে ছিল হুল বিদ্রোহ।

তিনি বলেন, আমি জঙ্গলমহলে যেতে চাই। আদিবাসী ভাই-বোনদের হাতে জমির পাট্টা তুলে দিতে চাই।

তিনি আরও বলেন, জঙ্গলের অধিকার জঙ্গলমহলের বাসিন্দাদের কাছেই থাকা উচিত। জঙ্গলমহলে আদিবাসীদের ভাষার লিপি ‘অলচিকি’কে মর্যাদা দেওয়া হবে। এজন্য অলচিকিতে ছাপা হবে বই। দ্বিতীয় ভাষা হিসেবে প্রাথমিক স্কুলগুলোতে অলচিকি চালু করা হবে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী দীনেশ ত্রিবেদীসহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁওতাল বিদ্রোহের অমর নায়ক সিদো-কানু পরিবারের বর্তমান সদস্যরা।

বর্ষার মধ্যে এদিনের অনুষ্টানে আদিবাসীদের পরিবেশিত নৃত্য ও গান দীর্ঘক্ষণ ধরে শোনেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।