কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে কথা দিয়েছিলেন ক্ষমতায় আসলে মহাকরণে কর্তব্যরত সাংবাদিকদের জন্য নতুন প্রেসকর্নার করে দিবেন। শপথ নেওয়ার পরও বলেছিলেন একই কথা।
শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হলো শীততপ নিয়ন্ত্রিত প্রেসকর্নার মহাকরণে।
এসময় তিনি বলেন, ‘আগের প্রেসকর্নারের তুলনায় এখানে আরও বেশি সাংবাদিক, চিত্র সাংবাদিক বসতে পারবেন। এখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে। শীততপ নিয়ন্ত্রিত বলে আপনাদের কোনও কষ্ট হবে না। ’
মুখ্যমন্ত্রী এদিন প্রেস অ্যাক্রিডেশান কমিটির সদস্যদের সঙ্গে সাংবাদিকদের অবসরকালিন সরকারি পেনশন বিষয়ে কথা বলেন। তিনি জানতে চান অন্য রাজ্যের সাংবাদিকরা তা পান কি না।
উল্লেখ্য, নতুন প্রেসকর্নারটি বর্তমান প্রেসকর্নারের সঙ্গে সমবায়মন্ত্রীর বসার কক্ষের একটি জুড়ে বড় আকারে করা হয়েছে।
বাংলাদেশ সময় : ১৩৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১১