ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফেব্রুয়ারিতে ত্রিপুরা সীমান্ত থেকে জব্দ দেড় কোটি রুপির সামগ্রী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
ফেব্রুয়ারিতে ত্রিপুরা সীমান্ত থেকে জব্দ দেড় কোটি রুপির সামগ্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পাচারের সময় ১ কোটি ৪৮ ল‍াখ ৭২ হাজার ২১৪ রুপির নিষিদ্ধ মাদকদ্রব্যসহ অন্যান্য সামগ্রী জব্দ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

পাচার সামগ্রীর মধ্যে রয়েছে বনজ সম্পদ, গাঁজা, শাড়ি, বস্ত্র সামগ্রী, গবাদি পশু ও ফেনসিডিল।

মূলত সিপাহীজলা জেলার কমলাসাগর, আশাবাড়ী, ধনপুর, কুল্লুবাড়ি, নির্ভয়পুর, শ্রীমান্তপুর, বেলারডেপা, দক্ষিণ ত্রিপুরা জেলার আমজাদনগর, বিলোনিয়া, মতাই, উনকোটি জেলার টিলাবাজার, মাগরুলি, রাঙাউটি এবং উত্তর জেলার ইয়াকুবনগর, চরাইবাড়ি, ধর্মনগর সীমান্তপথে পাচারকালে এ সামগ্রীগুলো আটক করা হয়।

এর মধ্যে ১ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার ৭৮৯ রুপি মূল্যের সামগ্রী আটক করা হয় বাংলাদেশে পাচারকালে। ওপার থেকে এপারে পাচারের সময় ধরা পড়ে ৩ লাখ ৪ হাজার ৪২৫ রুপি মূল্যের সামগ্রী।

এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে বিএসএফ’র হাতে ধরা পড়ে তিনজন বাংলাদেশী নাগরিক ও চারজন ভারতীয় নাগরিক।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো’র তরফে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৯ মার্চ) এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।