ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার পদত্যাগের দাবি পশ্চিমবঙ্গে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
মমতার পদত্যাগের দাবি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ভোটের মুখে নারদ নারদ অবস্থা সৃষ্টি করেছে 'নারদ নিউজ'। নারদ নিউজের স্টিং অপারেশনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন পশ্চিমবাংলায় বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা সিদ্ধার্থ নাথ সিং।



এই ভিডিওকে অস্ত্র করে রাজ্যে বামদলগুলোও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে চিঠি দিয়ে তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার দাবি জানায়। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে বলেও জানিয়েছে তারা।

প্রয়োজনে বিধানসভা নির্বাচন স্থগিত রাখার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।

তৃণমুলের মুখপত্র ডেরেক ও ব্রায়েন বলেন পশ্চিমবঙ্গে বিধান সভা ভোটের অাগে বিরোধীদের এসব শাসক দলের বিরুদ্ধে মিথ্যা চক্রান্ত।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
ভিএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।