ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

টানা ৪ দিনের ছুটিতে ব্যাংক লেনদেন নিয়ে অস্বস্তিতে কলকাতাবাসী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
টানা ৪ দিনের ছুটিতে ব্যাংক লেনদেন নিয়ে অস্বস্তিতে কলকাতাবাসী

কলকাতা: আগামী চারদিন টানা ছুটির ফাঁদে পড়ছে ভারতের পশ্চিমবঙ্গ। এতে মানুষ চিন্তিত ব্যাংক লেনদেন নিয়ে।

 

বুধবার (২৩ মার্চ) দোল উপলক্ষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ। সঙ্গে বন্ধ ব্যাংক এবং অন্য আর্থিক প্রতিষ্ঠান। তার পরের দিন হোলি (২৪ মার্চ)। এ উপলক্ষে ভারতের কেন্দ্রীয় সরকারি দপ্তর ও রাজ্যের আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শুক্রবার (২৫ মার্চ) 'গুড ফ্রাইডে' উপলক্ষে বন্ধ থাকবে সমস্ত প্রতিষ্ঠান। সঙ্গে বন্ধ থাকবে ব্যাংক। এর পরের দিন দ্বিতীয় শনিবার হওয়ায় ভারতের সব ব্যাংক বন্ধ থাকবে। ফলে আর্থিক লেনদেন হবে না।

এ কারণে অনেকেই আগাম অর্থ তুলে রাখছেন। তবে ব্যাংকগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এটিএম বুথগুলি চালু রাখার চেষ্টা করবেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।