ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে আসছেন সোনিয়া-রাহুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে আসছেন সোনিয়া-রাহুল

কলকাতা: বিধানসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করেছে কংগ্রেস। বাম দলের সঙ্গে আসন রফা নিয়ে শেষ পর্যন্ত কিছু সমস্যা থাকলেও প্রচারে কোনো ঘাটতি রাখতে চাইছে না দলটি।



প্রচারের ধার আরও বাড়াতে পশ্চিমবঙ্গে আসছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী।

কংগ্রেস সূত্র জানায়, আগামী ৩০ মার্চ পশ্চিমবঙ্গে প্রচারে আসছেন সোনিয়া গান্ধী।

জানা যায়, ২ এপ্রিল পশ্চিমবঙ্গে আসতে পারেন রাহুল গান্ধী। বেশ কয়েকটি জেলায় সভা করবেন রাহুল।

পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে কংগ্রেসের হাই কমান্ডের প্রচারে আসা রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিগত নির্বাচনে মাত্র ৬ শতাংশ ভোট পেলেও কংগ্রেস নেতৃত্ব আশা করছেন এই নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে তারা ভালো ফল করবে।

এ কারণেই পশ্চিমবঙ্গকে কংগ্রেস সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০১১ সালে যেভাবে বামফ্রন্টের বিরুদ্ধে একসঙ্গে প্রায় সবকটি রাজনৈতিক দল জড়ো হয়েছিল, ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেই একইভাবে অনেকগুলি রাজনৈতিক দল এক ছাতার তলায় জড়ো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।