ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা পুলিশের এলাকা বাড়ানো হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১১

কলকাতা: মহানগরীর নিরাপত্তার জন্য নিয়োজিত কলকাতা পুলিশের নিয়ন্ত্রনাধিন এলাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

মঙ্গলবার মুখ্যসচিবের সাথে স্বরাষ্ট্রসচিব, রাজ্যপুলিশের ডিজি, কলকাতা ও জেলা পুলিশের আধিকারিকদের মধ্যে বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হয়।



আগামী ১ সেপ্টেম্বর থেকে কলকাতা পুরসভার অধীন দক্ষিণ ২৪ পরগনা জেলায় থাকা ৯টি থানা এলাকাকে যুক্ত করা হচ্ছে।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার যে থানাগুলি কলকাতা পুলিশের অধীনে আসতে চলেছে তাদের নাম একই রাখা হচ্ছে।

এর মধ্যে মধ্যে ৮টি থানাকে ভেঙে যে নতুন থানাগুলি তৈরি হবে সেগুলি হল, বৈষ্ণবঘাটা পাটুলি, সার্ভে পার্ক, গড়ফা, প্রগতি ময়দান, বাঁশদ্রোনী, পর্ণশ্রী, হরিদেবপুর ও রাজাবাগান।

সূত্রটি আরও জানায়, এক্ষেত্রে নতুন থানার সংখ্যা হচ্ছে ১৭টি। এই ১৭টি নতুন থানাকে দু’টি জোনে ভাগ করা হচ্ছে।

বর্তমানে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশকে ডেপুটেশনে কলকাতা পুলিশে এনে থানার কাজ চালানো হবে। এরপর চার বছর ধরে পর্যায়ক্রমে ৬ হাজার পুলিশকর্মী নিয়োগ করা হবে।

থানাগুলির পরিকাঠামোর উন্নতি ঘটনার জন্য ২শ’ ৩৭ কোটি রুপি বাজেট ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, নতুন এই ১৭টি থানাকে যুক্ত করার ফলে কলকাতা পুলিশের মোট থানার সংখ্যা হবে ৬৫টি।

বাংলাদেশ সময়: ২০০১ ঘন্টা, জুলাই ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।