ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শঙ্খচিল চলচ্চিত্রের জাতীয় পুরস্কারে মমতার শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
শঙ্খচিল চলচ্চিত্রের জাতীয় পুরস্কারে মমতার শুভেচ্ছা

কলকাতা: দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র শঙ্খচিল ভারতে জাতীয় পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (২৮ মার্চ) ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়।

এতে সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে গৌতম ঘোষ পরিচালিত চলচ্চিত্র শঙ্খচিল।

এ খবর আসার পরেই মমতা বন্দপাধ্যায় তার প্রতিক্রিয়া জানান। একইসঙ্গে তিনি শ্রেষ্ঠ অভিনয়ের জন্য পুরস্কারপ্রাপ্ত অমিতাভ বচ্চনকেও শুভেচ্ছা জানান।

শঙ্খচিল চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী কুসুম সিকদার। আগামী এপ্রিল মাসে দুই দেশে একসঙ্গে মুক্তি পাবে এ চলচ্চিত্র।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।